News & Events

মালয়েশিয়ায় অভিযান পরিচালনা করে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অন্তত ৯৬ জন অভিবাসীকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন বিভাগ। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে দেশটির সেলাঙ্গর রাজ্য থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে বলেন, এনফোর্সমেন্ট ডিভিশন, ডিপো এবং ডিটেনশন ম্যানেজমেন্ট ডিভিশন, প্রিভেনশন ডিভিশন, ইন্টিগ্রিটি ডিভিশন, পুত্রজায়া হেডকোয়ার্টার এবং মালয়েশিয়ান সিভিল ডিফেন্স ফোর্সের বিভিন্ন পদের ১১৬ জন কর্মকর্তার একটি বাহিনী নিয়ে এ অভিযান পরিচালিত হয়েছিল।

এ অভিযানে মোট ১৩৫ জন বিদেশিকে আটক করা হয়েছিল। পরে এর মধ্য থেকে ৯৬ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা বাংলাদেশ, মিয়ানমার ও ইন্দোনেশিয়ার নাগরিক। তবে কতজন বাংলাদেশি রয়েছে সেই তথ্য জানায়নি ইমিগ্রেশন। একটি ব্যক্তিগত জায়গায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে অবৈধ অভিবাসীরা বাসা ভাড়া করে থাকত।

ঢাকা পোস্ট ১ মার্চ ২৫

কুকুরের ওপর নির্যাতন চালানোয় মালয়েশিয়ায় এক বাংলাদেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। সামাজিক যোগামাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, একটি দোকানের বাইরে কুকুরকে শক্ত কোনো কিছু দিয়ে প্রচন্ড জোরে জোরে আঘাত করছেন ৪৫ বছর বয়সী ওই বাংলাদেশি। তাকে দেশটির জোহর এলাকার সিনাই থেকে গ্রেপ্তার করা হয়। সেখানেই কুকুরটির ওপর এমন পাশবিক আচরণ করেন তিনি।

কুলাই বিভাগ পুলিশ প্রধান তাঙ সেঙ লি জানিয়েছেন, এই বাংলাদেশিকে আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) কুলাই ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হবে। সেখানে তার বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হবে। তিনি এক বিবৃতিতে বলেছেন, “পুলিশের নজরে একটি ভাইরাল ভিডিও আসে। সেখানে এক ব্যক্তিকে কুকুরের ওপর নির্মমতা করতে দেখা যায়। ভিডিওটি প্রকাশ করা হয় ‘আপডেটইনফো১১’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। এরপর ৩৩ বছর বয়সী স্থানীয় এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, সিনাইয়ের একটি দোকানের সামনে গত ২৪ ফেব্রুয়ারি এ ঘটনা ঘটে।

জানা গেছে, কুকুরটি এখন স্থিতিশীল অবস্থায় আছে। এবং একটিকে দেখভাল করছেন স্থানীয় এক ব্যক্তি।

কুকুরের ওপর নির্যাতনের ঘটনাটি তদন্ত করা হচ্ছে দণ্ডবিধি ৪২৮ এবং প্রাণী কল্যাণ আইন ২০১৫ এর ২৯(১) এর ধারা অনুযায়ী। এই ধারায় দোষী সাব্যস্ত হলে ওই বাংলাদেশিকে তিন বছরের বেশি সময় কারাদণ্ড সঙ্গে জরিমানা করা হবে।

এদিকে সামাজিক মাধ্যমে ভিডিওটি ভাইরাল হলে এ নিয়ে দেশটির সাধারণ মানুষ ব্যাপক প্রতিক্রিয়া দেখান। এরপরই দ্রুত সময়ের মধ্যে অভিযুক্ত বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। তবে তার নাম বা পরিচয় কোনো কিছু জানায়নি মালয়েশিয়ার সংবাদমাধ্যমগুলো।

ঢাকা পোস্ট ২৮ ফেব্রুয়ারি 

বছরের শুরুতেই প্রবাসীদের বড় সুখবর দিয়েছে ওমান সরকার। কর্মী ও নিয়োগকর্তাদের জরিমানা মওকুফসহ এ বিষয়ক প্রকল্প বাস্তবায়নে বড় অঙ্কের আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে দেশটির কাউন্সিল অব মিনিস্টারস।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নরওয়ের প্রবাসী যাত্রী সাঈদ উদ্দিনের সঙ্গে হাতাহাতির ঘটনায় দুই নিরাপত্তাকর্মীকে বিমানবন্দরের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে এ কথা জানান বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া বলেন, এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। তারা সুষ্ঠুভাবে তদন্ত করেছেন। তদন্তের ভিত্তিতে তাদের (দুই নিরাপত্তাকর্মী) ফেরত পাঠানো হয়েছে (বাহিনীতে)। আরও তদন্ত হবে।

তবে কোন দুই নিরাপত্তাকর্মীকে সরিয়ে নেওয়া হয়েছে তাদের নাম-পরিচয় জানানো হয়নি।

সৌদি আরবে রিয়াদ শহর থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে আল খারজ এলাকায় মাঝরাতে (কৃষি খামার) কর্মরত বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের খোঁজ-খবর নি‌য়ে‌ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। 

বুধবার (২৯ জানুয়া‌রি) রিয়াদের বাংলা‌দেশ দূতাবাসের বরাতে জানা যায়, ড. আসিফ নজরুল মরুভূমিতে কর্মীদের স‌ঙ্গে ঘুরে ঘুরে তাদের হাতে গড়ে ওঠা কৃষি খামারের বিভিন্ন ফসলের মাঠ পরিদর্শন করেন এবং তাদের এসব কাজের প্রশংসা করেন।