হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নরওয়ের প্রবাসী যাত্রী সাঈদ উদ্দিনের সঙ্গে হাতাহাতির ঘটনায় দুই নিরাপত্তাকর্মীকে বিমানবন্দরের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে এ কথা জানান বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া বলেন, এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। তারা সুষ্ঠুভাবে তদন্ত করেছেন। তদন্তের ভিত্তিতে তাদের (দুই নিরাপত্তাকর্মী) ফেরত পাঠানো হয়েছে (বাহিনীতে)। আরও তদন্ত হবে।
তবে কোন দুই নিরাপত্তাকর্মীকে সরিয়ে নেওয়া হয়েছে তাদের নাম-পরিচয় জানানো হয়নি।
